বউয়ের জ্বালা
সুমন প্রধান
বউ আমার রাগের রানী__
চোখ দেখলেই ভয়!
সকালে যদি চা না মেলে__
বেঁচে থাকা দূর হয়!

ফ্রিজটা খালি তেলটা কম__
বাজার করা জরুরি,
খরচের টাকা দিলেই বলে,
আজকাল মনে হয় --
কর কার সাথে ঘুরাঘুরি।

কথা বলি নরম সুরে ভাই__
তখন বলে ন্যাকামো!
আর যদি কিছু বলতেই যাই__
তোমার সাহস বেড়েছে তো!

বন্ধুদের সাথে গেলেই বলে__
সংসার কি তোমার নাই?
সারাদিন তার কথা শুনেই--
বুকটা যে যায় ভয়ে ভাই!

তবু বলি বউটা আমার--
লক্ষ্মী খাঁটি সোনা!
ঝগড়া করেও একটু পরে__
হাসিয়ে দেয় মোনা!