বন্যায় সাধারণ মানুষের আর্তনাদ
___________সুমন প্রধান
              
আসলো আবার,কাটলো সবার,
কষ্টে যে, দিন কাল |
ফসল ভরা মাঠ তোলালো,
ক্ষতি করলো জান_মাল  |
চারদিকে আজ বানের পানি ,
বাড়ছে যে, হাহাকার |
গরিব মানুষ পেটের ভোগে,
করছে আর্ত চিৎকার |
গ্রামে যখন বন্যা এলো ,
রাস্তা ঘাটে পানি উঠলো |
গ্রাম_গঞ্জ,তলিয়ে গেলো |
হাঁটু কাঁদা জমাট বাধলো,
বিশৃঙ্খলা সৃষ্টি হলো |
বন্যা প্রবলিত গ্রামে সংকট এলো ,
বহু গরিব না খেয়ে রইলো ||
ক্ষুধার জালায় পেটে গামছা বাধলো ,
দেখলাম কত অসহায় ||
কষ্টে যে, তারা দিন কাটাচ্ছে,
নিচ্ছে না কেউ খোজ |
সরকারি ত্রাণ যদি আসে,
পায়না তারা হাতে ||
এর আগেই_____
চোরেরা চুরি করে,
ভুড়ি মোটা করে |
এই সুযোগে কিছু লোক,
হচ্ছে যে বড় লোক |
রক্ত চুসারা সুযোগ পাইছে ,
সামলাতে পারে কেমনে লোভ ||
এই সুযোগে রক্ত চুসা _
গরছে যে, দালান_কোঠা |
অসহায়দের পেটে লাথ্থি মেরে,
খাচ্ছে তারা পেট পুরে |
এমন সমাজকে জানাই ধিক্কার ,
যে সমাজে গরিবের আর্ত চিৎকার ||