বন্ধু মানে
সুমন প্রধান
বন্ধু হলো এমন স্বজন -
কিছু আত্মীয়দের চেয়ে আপন |
বন্ধু হলো এমন শব্দ ,
খারাপ কাজে করবে জব্দ |
বন্ধু মানে কিছু সময় -
দুষ্টুমি করা ,
বন্ধু মানে দূরে থাকলে -
একাকীত্ব ভোগা |
বন্ধু মানে দুঃ সময়ে-
কাছে এসে বসা ,
বন্ধু মানে কিছু খাবার |
ভাগা-ভাগি করা |
বন্ধু মানে সুখে দুখে -
সদা পাশে থাকবে বসে |
বন্ধু মানে বিপদে আপদে
সহযোগিতা করবে এসে |
বন্ধু মানে ভাত ছাড়া -
সঙ্গ ছাড়া না ,
বন্ধু মানে চিরজীবন -
কাছা-কাছি থাকা |