ও মেঘনা নদীরে
বল আমায় বল, সে কি আসবে ফিরে???
তরী মোর সাজিয়েছি বিশাল আশায়
ঢেউগুলো যাক থেমে শুধু ভালোবাসায়
যত যন্ত্রণা আর যত বেদনায়
নির্জনে বসে মোর পৃথিবী সাজায়
আমি শুধু দিনগুনি সে কি আসবে ফিরে
পৃথিবীর সুরে আমায় রাখতে ঘিরে।
ও মেঘনা নদীরে
বল আমায় বল, সে কি আসবে ফিরে???
গৃহ মোর সাজিয়েছি ধুলি করি দূর
ফুলে ফুলে গুঞ্জনে ফাগুনের সুর
দিন যায় মাস আসে যায় বহুদুর
এই আমি বেদনায় চির ভরপুর
চেয়ে শুধু চেয়ে থাকি সে কি আসবে ফিরে
পৃথিবীর সুরে আমায় রাখতে ঘিরে।
ও মেঘনা নদীরে
বল আমায় বল, সে কি আসবে ফিরে???
সুমন নূর...