স্বাধীনতা হীন প্রাণ, প্রাণ নহে ভাই
স্বাধীনতা হীন জীব, জীব নহে তাই।
স্বাধীন বনের পাখি
ঘুম ভাঙ্গে ডাকি ডাকি
উড়ছে মেলিয়ে পাখা
বাধা তার নাই।
এই তার স্বাধীনতা, স্বাধীনতা, ভাই।
মানবের স্বাধীনতা বিধাতার দান
প্রাণ দেয় হেসে, গেয়ে স্বাধীনতার গান।
ফুলে উঠে সব ছাতি
গড়ে উঠে জাতি জাতি
মুখে মুখে নানা ধ্বনি
কত ভাষা-গান।
স্বাধীনতা মানবের, স্বাধীনতা প্রাণ।
মুজিব! মুজিব! হায় সেই রেসকোর্স
এক ডাকে জেগেছিলো স্বাধীনতা ফোর্স
শোণিত উঠলো ফুটে
মানবের বুক ছুটে
পরাধীন মানবের
মনে ছিলো রোষ।
এক ডাকে জেগেছিলো স্বাধীনতা ফোর্স।
স্বাধীন মানব কভু পরাধীন নয়
সকল জীবের’পর মানবের জয়
স্বাধীন মানব হায়
প্রাণ তার যায় যায়
মানবের ত্রাসে গ্রাসে
মানবের ভয়।
হায়! হায়! স্বাধীনতা স্বাধীনতা ক্ষয়।
চাঁদা, খুন, ধর্ষণে স্বাধীনতা ক্ষীণ
দুরাচার করে তোলে স্বাধীনতা লীন
মানবের আশেপাশে
মানবেই ত্রাসে গ্রাসে
আমরাই আমাদের
করি পরাধীন।
তাই আজ স্বাধীনতা দিন দিন দীন।
আয় ভাই আয়রে করি আজ পণ
সরকারের পাশাপাশি হই সচেতন
ত্রাস-গ্রাস বর্ষণ
চাঁদা-খুন-ধর্ষণ,
মুক্ত পথের কাঁটা
তুলে দিব ক্ষণ।
সরকারের পাশাপাশি হই সচেতন।
জনম বিফল হায় স্বাধীনতা হীন
স্বাধীনতা হীন প্রাণ দিবা রাতি ক্ষীণ।
খাঁচার ঐ পাখি সবে
না জাগেরে কলরবে
হায় হায় সুখ নাই
স্বাধীনতা হীন।
স্বাধীনতা হীন প্রাণ দিন দিন দীন।
সুমন নূর...