মিট মিট জ্বলে সে শূন্যে, পূর্ণতায় চেয়ে চেয়ে রয়
প্রেমের প্রদীপ বুকে জ্বেলে জাগে নির্ভীক নির্ভয়।
ওই তারার পানে চেয়ে দেখেছ কি
শূন্যতা তার সে করেছে মেকি
মহাশূন্যে পূণ্যে জেগে-
সেতো পৃথিবীর প্রেমে জয়-
সেতো পৃথিবীর প্রেমে জয়।
মিট মিট জ্বলে সে শূন্যে, পূর্ণতায় চেয়ে চেয়ে রয়
প্রেমের প্রদীপ বুকে জ্বেলে জাগে নির্ভীক নির্ভয়।
জাগো প্রেমে, কল্যাণ গানে, জাগো জগতের যত দুঃখি
প্রেমের বীণায় সুর তুলে তোমরাও হবে চির সুখি।
রয়ে যায় যদি বেদনার ঝড়-
রয়ে যায় যদি বেদনার ঝড়
প্রেমে প্রেমে তুলো সুর নির্ঝর
জগতের যত শূন্যতায়
জাগে পূর্ণতা দুর্জয়।
মিট মিট জ্বলে সে শূন্যে পূর্ণতায় চেয়ে চেয়ে রয়
প্রেমের প্রদীপ বুকে জ্বেলে জাগে নির্ভীক নির্ভয়।
সুমন নূর...