আকাশ তো সীমাহীন, এই পৃথিবী বিশাল।
ওরে মন, কেন তুমি কাঁদো চিরকাল!!!
ঐ দূর আকাশের নীল সীমানায়
উড়ে পাখি উড়ে চিল সোনালী ডানায়
ওরে মন জাগো ওরে রং বাহানায়
শোন ওরে কান পেতে জানা অজানায়
জাগো, জাগো, জাগো বলে ডাকে মহাকাল!
আকাশ তো সীমাহীন, এই পৃথিবী বিশাল।
ওরে মন, কেন তুমি কাঁদো চিরকাল!!!
আর কত বেদনার করি হাহাকার
র’বি পিছে, জাগো জাগো জাগোরে এবার
বেদনার মাঝে শুধু দুঃখ একাকার
অকালের হানা তোরে দিবে বারবার
তরী তোর ছেড়ে দিয়ে তুলে দেরে পাল।
আকাশ তো সীমাহীন, এই পৃথিবী বিশাল।
ওরে মন, কেন তুমি কাঁদো চিরকাল!!!
ভাসুক জীবন তরী মহাসাগরের
বুক ঘেঁষে ধীরে ধীরে সাথে পবনের
জাগো জাগো দুর্জয় ভয় মরণের
নয় নয় নয়রে মালা বরণের
দিবে তোরে ধরণী, কষে ধর হাল।
আকাশ তো সীমাহীন, এই পৃথিবী বিশাল।
ওরে মন, কেন তুমি কাঁদো চিরকাল!!!
সুমন নূর...