চারদিকে রুদ্ধ দ্বার বন্ধী ক্ষয় লয়!
কপাল দোষ নয়, তার ভাগ্য দোষ নয়।
মুক্ত করো বন্ধী প্রাণ
দেখো তার শত মান
যুক্ত করো পথ সনে
হবে তার জয়।
কপাল দোষ নয়, তার ভাগ্য দোষ নয়।
বিধাতা মানব সৃজে, শখ বিধাতার
মানবেরে গুণ দিলো, দিলো পারাপার
চিনে লও নিজ তরী
পাড়ি দাও কাটা বেড়ী
ওপারেতে স্বর্গ দ্বার
দ্বার খোল তার।
নিজে না চিনে শেষে, দোষ বিধাতার!
কোথায় আছে নিজ তরী, খুঁজে লও তারে
হাহাকার করে নয়, কপাল বলো নারে।
দিয়েছে তরী বিধাতা
সৃষ্টির অযুত পাতা
ধৈর্য ধরো চেষ্টা করো
ডাকো বিধাতারে।
খুঁজে লও নিজ তরী, কপাল বলো নারে।
কপাল কপাল বলে করে আহাজারি
জীবনের পথ তুমি দিবে কিসে পাড়ি?
কপাল সবি কপাল
হায়রে নন্দ গোপাল
বসে বসে থাকো তুমি
কপালের বাড়ি!
দয়াময় কৃপা ময় যাবে তোরে ছাড়ি।
কপাল বলে বসে থেকে, হবে শুধু ক্ষয়
জীবনের বুকে আনো, মহাপ্রলয়।
বিধাতা সব দিয়েছে
যে জন চিনে নিয়েছে
নিত্য সে ই জয়ী হয়
ভাগ্য শুধু নয়।
চেষ্টা করো সৃষ্টি মাঝে, হবে তবে জয়।
কপাল বলোনা ওরে ধৈর্য ধরে চল
বসে আর থেকো নাকো, কর মনে বল
কপাল কপাল বলে
জীবনটা যাবে ছলে
পাবি নাকো জীবনের
স্বর্গ অতল।
মুক্ত কর স্বর্গ দ্বার, চেষ্টা করে চল।
সুমন নূর...