চলতি পথে হলো বন্ধন, আমরা দুজন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।
কখনো হারাই পথের দিশা
অতি ভুল অভিমানে
কখনো জাগে নব নব আশা
অসীম প্রেমের টানে
তুমি যে আমার ভালোবাসা
ওগো হৃদয়ের গুঞ্জন।
চলতি পথে হলো বন্ধন, আমরা দুজন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।
দিন বয়ে যায়, রাত কেটে যায়
রয়ে যায় শত আশা
অভিমানী মন যদিবা মলিন
চঞ্চল ভালবাসা
শুনেছ কি নিপু, শুনেছ ওগো
হৃদয়ের স্পন্দন।
চলতি পথে হলো বন্ধন, আমরা দু'জন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।
রাগ অভিমান দূর হয়ে যাক
নিবিড় ভালোবাসায়
অশুভ সকল যাক ঊড়ে যাক
দূর দিগন্ত রেখায়
হে প্রভু, রাগ দূর করে দাও
মজবুত করো বন্ধন।
চলতি পথে হলো বন্ধন, আমরা দু'জন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।
প্রেমের বন্ধনে নব জীবনে
এই প্রথম ঈদ এলো
কাব্য জগতে খুঁজি কত ভাষা
হয়ে যাই এলোমেলো
প্রিয়তম ওগো কি বলিব আজ
জাগে হৃদয়ে ক্রন্দন!
চলতি পথে হলো বন্ধন, আমরা দু'জন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।
ঈদের খুশিতে মুছে যাক গ্লানি
জাগুক নতুন আশায়
হৃদয়ের ক্রন্দন থেমে যাক তবে
উদ্যম ভালোবাসায়
প্রিয়তমা এসো সব ভুলে করি
ঝাপটা ঝড়ের খন্ডন।
চলতি পথে হলো বন্ধন, আমরা দু'জন
কখনো ঝড়ের ঝাপটা, কখনো পাখির কূজন।।