এখন এই সীমান্তে নেই কোন পাহাড়া,
এদিক ওদিক ছুটছে মানুষ হয়ে দিশেহারা;
জাগাবে আজ কে ওরে ঘুমানো বিবেকটারে,
কে বাঁধিবে গলেতে যে সাবধানি ঘন্টা।

পথহারা পথিকেরে, কে দেখাবে পথ তারে,
কে যে হবেন আজি পথ দেখানো মাঝি ;
পথভ্রষ্ট এ  জাতীটারে হবে কে যে সাহারা,
শুন্য সীমান্তপথে এখনোতো নেই কোন পাহাড়া।

ঘুমন্ত বিবেকের আশে পাশে দাঁড়িয়ে,  
প্রজাগণ সাদা মন, যদি পায় নানা ভাবে কষ্ট;
তাইতো রাজার দোষে হয় রাজ্য নষ্ট,
হয়ে পথ ভ্রষ্ট, জাতী আজ উৎকন্ঠিত।

বহু দিন হল বজ্রকন্ঠের ডাক নাহি এলো,
হায়দারি হাক জোড়ে হাকিবে আজ কে ওরে,।
কে দিবে পথের দিশা কাটাবে যে অমানিশা
কে দেখাবে পথ ওরে পথহারা পথিকেরে।

কর শুধু মোনাজাত উদ্ধে তুলিয়া হাত,
মাঝি হীন তরিটারে কে  ধরিবে হাল;
বন্ধুর গিরি পথ মরুময় আগ্নিয়বারি,
ভয়ংকর এই সীমান্ত দিতে হবে পাড়ি।

এখনো তো মিটি মিটি আলো দেখা যায়,
পাহাড়াতে বসো সবে হয়ে হিমালয়।।

======================
রচনাকালঃ - ২১/০২/১৮
           ৯ ফাল্গুন ১৪২৪