-------------------------------------
এই যে নেতা বলছি শোনেন,
গরীবের হক মেরে খেয়ে-
এদেশ ওদেশ ভ্রমনে আজ,
যাচ্ছেন সবাই কেন ঘন ঘন।
মদ, গাঁজা ভাং খায়রে যাতা
ওরাই আবার সমাজ নেতা।
ইচ্ছে মতোন যা করেন তাই
হিসাবটাকে ঠিক রাখা চাই।
গরু মেরে জুতা দানে-
এই নেতারাই ভালো জানে।
নিজের বেলায় ষোল আনা
গরীব দেখলেই হন যে কানা।
দীন দুনিয়ার নেই তো বালাই
ভোট আসলেই মসজিদে যায়।
পাজামা আর পান্জাবি গায়
মাথায় নতুন টুপি লাগায়।
বদলে যে যান সময় হলেই
ভন্ড নেতা তাদের বলে।
................................................
০১ এপ্রিল ২০১৮
১৮ চৈত্র ১৪২৪ বাং