আমি জোৎস্না রাত্রিতে চন্দ্রের আলোক মন্ডিত মূখখানা দেখেছি-
দুর থেকে দেখেছি আর ভেবেছি
তোমাকে নিয়ে, গভীর রাত ধরে।

কল্পনাতে শুধু তুমি আর তো নেই কেহ আমার শূন্য জীবনের একান্তে-
পিপাসীত ধূসর এই বুকে-
আছো আমার ভাবনায় শুধু তুমি।


বুক ভরা জ্বালা বোঝে নাতো কেউ
তুমিও বুঝলে না ভালবাসি আমি।
জানি আমি জানি তুমি শুধু তুমি
কোন দিনই হবে না আমারও রাণী।

সারাটা জীবন প্রতিটি খন,
আমার পাশে শুধু তোমাকেই চায়।
শয়নে স্বপনে যেন শুধু তোমাকই পায়
এটাই কামনা করি শুধু আমি।

আমার পাশে শুধু তোমাকেই চায়-
করতে চায় জীবন চলার সাথী।
জানি, জানি শুধু আমি তুমি হবেনা কোন দিনও আমার আলোর ঝলকানী।


তুমি হবেনা আমার চোখেরও পলক,
হবে নাতো কোন প্রেমময় বানী।
তুমি যে অনন্যের তাও আমি জানি,
তুমিতো এখন আর একজনের গৃহিনী।


তুমিতো আমার না হয়ে হয়েচো
অনন্যের মায়ারও হরিণী।
তুমি গুমড়ে কাঁদো এখন,
তবু তুমি মুখ ফুটে সে দিন কিছুই বলনি।

আমি জোৎস্না রাতের সৌন্দয্য দেখেছি-
আর তোমাকে তার সাথেই তুলনা করেছি।
এখনও রাতের ভাবনা গুলো বারে বারে-
ফিরে এসে আঘাত করে শুধু মনেরি গভীরে।


===================
রচনা কাল- ০৭. ০৫. ১৯৯৮
কমার্স হোস্টেল,পাবনা সদর, পাবনা