~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ওহে পথিক, তুমি কি দেখেছো তারে
যে একদিন ভালোবাসা দিয়ে,
এসে দাঁড়িয়ে ছিল মোর দ্বাড়ে ।
ওহে পাখি তুমি কি দেখেছো তারে
যে গান গেয়েছিল একদিন
শোনাতে শুধু যে আমারে।
ওহে তরুলতা, যদি বোঝ মোর ব্যথা
বল তুমি কোথায় গেলে পাব তারে
বলিতে আমার হৃদয়ের সব কথা।
দাঁড়িয়ে আছো বৃক্ষ বহু যুগ ধরে
যে আমারে ভালোবেসে হৃদয়ে ছিল মিশে
তুমি কি দেখেছো সেই বন লতারে।
ওহে নদী জানি তুমি বয়ে যাও নিরবধি
তুমি কি দেখেছো মোর প্রিয়ারে
যার নাম বাজে শুধু আমার অন্তরে।
ওহে সাগর, ওহে পাহাড়, ওহে গগন মাতা
তুমি কি দেখেছো কোথাও কখনও তারে
যার তরে আজও আছে এক বুক মমতা।
ওহে বাতাস তুমি কি পাওনি কোন ঘ্রার্ন
ধরনীতে বাঁচার জন্য সেই দিন যে
দিয়েছিল মৃত্য দেহেতে প্রাণ।
ওহে মাটি তুমি দেখেছো তারে জানি
কোন পথে গেছে ধেয়ে
ছুয়ে তোমাকে তার নরম চরন খানি।
যারে ভালোবেসে এলোমেলো কেঁশে
ঘুরছি পাগল বেসে আজ দেশে দশে।
************************
রচনাকাল-২১/০১/২০০১