অসীম আকাশ তারা ক্ষুদ্র তবু সেথা,
যেমনি থাকে, তেমনি চাই হতে আমি;
একাত্ম তোমাতে, চাই হতে তুমি কুন্ঠিতা ?
চাতকের মনে তুমি দাও কেন ব্যথা।
আকাংক্ষা নহে মোর হতে রবি, চাঁদ,
একটু জায়গা দিবে, হব তারকা রাজ ?
হৃদয়ে তোমার নাহি করলে যতন,
উচ্চাশা নাহি কোন মোর এটুকুই সাধ।
ক্ষমা কর মোরে যদি চেয়ে থাকি বেশি,
সখার চাওয়া খুব বেশি হলো নাকি।
তৃষ্ণার্ত আমি, চাহি কিবা, তুমি কিবা দাও,
না বুঝিলে কথা মোর ভালবাসা নাও।
মোর যাহা চিল চাওয়া, বলে দিলুম ওরে,
জীবনে মরনে চাহি শুধু আমি তরে।
ভুল যদি হয় মোর ক্ষনা কর তবে,
ভাল আমি বেসে ছিলুম দেখে ছিলাম যবে।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রচনাকালঃ- ১৫ মার্চ ১৯৯৮ ইং
কমার্স কলেজ, পাবনা