তুমি বুঝলে না আমাকে,
বুঝলে না আমার মনকে;
আজও আমি ভালবাসি
শুধু যে তোমাকে।
প্রেমের গভীরতা তুমি বুঝলে না,
বুঝতে চাইলে না কখনও আমাকে;
তুমি বুঝতে চাইলে না,
কখনও আমাকে।
ফুটবে না আর কোন দিন ফুল,
আমার মরা প্রেম বাগানে;
জানি তুমি আর আসবে না ফিরে,
তুমি তো হারিয়েছ নষ্ট মানুষের ভীরে।
তুমি হওনি আমার প্রিয়জন,
কখনও করনি আমাকে আপন;
তুমি ছিলে অন্য কার প্রেয়সী
তাই তো হলেনা আমার মানসী।
আশা হতো মোর এ নিরাস মনে
এখনও তো গাঁথী মালা তোমারি স্বরণে।
তুমি ভুলে গেলেও প্রেম আমারি;
অপেক্ষায় আজও আছি শুধু তোমারি।
======================
রচনাকাল- ২ জানুয়ারি ২০০১ইং
প্রফেসরপাড়া, হাতীবান্ধা