সত্যতার আজ আর নেই কোন মুল্য
নাই কোন তার দাম।
সত্যবাদী যিনি কেহ নাহি তারে চিনি
দিবা নিশি ঝরে তার ঘাম।
ন্যায় নীতিবান মানুষের খোজে
চলছে যে আজ অভিযান।
নেই তো কোথাও আজ আর
স্বার্থ ত্যাগী একটি মহত প্রান।
সত্যতার সাথে বাঁচিতে চাহিলে
এই না অবণী পরে,
জেল জুলুম আর শত হয়রানি
তাহার ঝুলি যায় যে ভরে।
স্রষ্টারে ভুলিয়া চলেছি আমরা
ভুল পথে আজ সকলে,
তাইতো ধরণীতে সত্যতা দাম
হয়নিতো কোন কালে।
রচনা
৪/৯/২০২০ ১৩:৩৮
--------------------------------------
The value of authenticity
Truth has no value today
There is no price for it.
I know no one who is truthful
His sweat falls day and night.
Looking for just people
The campaign that is going on today.
There is nowhere else today
Selflessness is a noble soul.
If you want to live with truth
After this or not,
Prison torture and hundreds of harassment
His bag is full.
We have forgotten the Creator
Everyone is on the wrong path today,
So the price of truth on earth
It never happened.
Composition
4/9/2020 13:38