মানুষ তুমি মানুষ আমি
মানুষ জগতময়,
সেই মানুষটি পাবরো আজ
কোথায় গেলে হায়।।

স্বার্থ ছাড়া কেও কারো না
ব্যাসক্ত সবাই নিজে,
ধর্ম কর্ম কেও মানেন না
হালাল হারাম খোজে।।

সত্য ন্যায় আজ কেও খোজে না
রাষ্ট্র নায়ক জারা
বুঝবে সেদিন কেমন লাগে
যে দিন খাবি ধরা।।

মানুষ আমি মানুষ তুমি
মানুষ জগতময়।
পরের তরে মরতে পারেন
এমন মানুষ কোথায়।।

মানুষকে আজ মারছে মানুষ
ভাবছে নাতো কিছু,
রোগ বালাই আর দুঃখ দৈন্য,
তাই ছাড়ছে না পিছু।।

সত্য মিথ্যা আর ভালো মন্দে,
বাচ বিচার নেই কারো।
কোটি টাকার চোরকে ছেড়ে
আজ এক টাকার চোর ধর ।।

রচনাঃ
নিজ বাসভবন, হাতীবান্ধা
লালমনিরহাট।
৫/১১/২০২২ ইং
২০ কার্তিক ১৪২৯ বাংলা

################################

the thief

Man you are man I am
people are worldly,
That man will be found today
Where did you go?

No one is anyone without interest
Bored everyone himself,
Religion does not respect anyone
Looking for Halal and Haram.

No one is looking for true justice today
State hero Zara
You will understand how that day feels
Catch the food that day.

I am human you are human
People are worldly.
You can die on the next level
Where are such people?

People are killing people today
Are you thinking about something?
Sickness and sorrow are wretched,
So not leaving behind.

Truth lies and good and evil,
There is no justice for anyone.
Leaving the thief of crores of rupees
Catch a thief today.

Composition:
Own residence, Hatibandha
Lalmonirhat
5/11/2022 Eng
20 Kartik 1429 Bengal