কার ছায়াতে পাগল যে মন
পায়নি খুজে আজও,
আরাল থেকে ডেকে বলে সে
নতুন করে এবার সাজো।

কার যে ছোয়ার পরশ পেতে
ব্যাকুল আমার মন,
এই জীবনে ঘটবে কি আর
কারো আগমন।

কল্পনাতে যাই যে ভেবে চলি
কেমন তাহার গরন
তাহার কাছে যেতেই আমি,
পাই যে শুধু শরম।

বসতে পাশেই পেলাম তাহার
ফর্সা গায়ের ঘ্রান,
একান্তে সে মোরে কাছে  পেতে
করেছিল আনচান।

শেষ পরিনয় হবে কি না
যানে সাতো প্রভু,
হঠাৎ করে সে হারিয়ে গেছে
পাইনি খুজে কভু।

১৭/০৩/২০১৫