মানুষের মনে যুগে যুগে প্রতিক্ষনে
জেগে ছিল হাজারও প্রশ্ন,
ধরনীর বুকে ঘটে চলেছে যাহা
সমাধান কি তার দেখিত সপ্ন।
প্রকৃতির নানান শক্তিকে অনেকেই
ভেবেছিল সেদিন এটাই ঈশ্বর,
কিন্তু মানুষ জানতো না তখনও
আল্লাহ্ হলেন অবিনশ্বর।
ধর্মকে দিয়ে মানুষে মানুষে বিভেদ
বেড়েই চলেছিল যে অবিরাম,
কোনটি যে সঠিক কোনটি যে ভুল
খুজেছিল সেদিন সকল আদম।
মানুষে রচিত কোন ধর্ম গ্রন্থই
পারতো না দিতে কোন সমাধান,
আল্লাহ্ এর দেয়া কুরআনই সত্য
যাহাতে রয়েছে সকল সমাধান।
সত্য ও ন্যয়ের ধর্ম যে ইসলাম
অনুসারী সকলেই মুসলমান।
নবী ও রাসুল হয়রত মুহাম্মদ (সাঃ)
ধর্ম গ্রন্থ তার হল আল কুরআন।
২৯/০৬/২০১৮