-------------------------------------
সৃষ্টি সুখের উল্লাসে আজ যায়রে ভেসে সব,
বাংলা মা যে গুমরে কাঁদে নেইতো কলরব।
হেথায় কানন তবুও যে ফুটছে নাতো ফুল,
দামাল ছেলের দল গুলো তাই ভেবে যে ব্যাকুল।
বৃষ্টি হলো সৃষ্টি হলো অংকুরেই সর্ব নাশ,
দেশে ভিতর বাস করে যে জীবন্ত সব লাস।
আষাঢ় গেল শ্রাবণ গেল হয়না তবু কিছু,
মরিচিকা সামনে চলে দেশ চলে তার পিছু।
এমন দেশে জন্ম যে হায় কর্ম যে নাই কোন,
শিক্ষা নিয়ে কি আর হবে মন যে দোন মনো।
সহজ সরল মানুষ গুলো মরছে ধুকে ধুকে,
দুখের কথা মনের ব্যথা জ্বলছে বঙ্গের বুকে।
বুকের মাঝে জ্বলছে আগুন নেভানো যে দায়,
সৃষ্টি সুখে বিভর সবাই দেখছে নাতো ঠায়।
সোনার চেয়ে খাটি তবু আমার দেশের মাটি,
এ দেশ আমার শাসন করে রং বেরং এর পাটি।
""""""""""""""""""""""""""""""""
১৩/০৭/২০১৮