চারিদিকের খবরা খবর লিখছে যারা দৈনিক,
এরাইতো ভাই বর্তমানের সর্ব শ্রেষ্ট সৈনিক,
শরম ফেলে কলম হাতে লিখছে ওরা দিনে রাতে,
ক্লান্তি তাদের নাই, বলছি শোনরে তাই।

চতুর্দিকে ঘুরছে ওরা তেপান্তরের ঘুড়নি পাকে,
যখন যেথায় যে ঘটনায় যারা রে ভাই ওদের ডাকে।
ঘটুক যেথায়  যে ঘটনা ওদেরকে তা চাই যে জানা,
সত্য মিথ্যা যাচাই করে, বীরের বেশে ফিরছে ঘরে।

সর্বদিকের সঠিক খবর মনে ওদের বাড়ায় যে জোর,
দুর্নীতি আর অনিয়মে জাতি যখন যাচ্ছে ঘেমে,
সমাধানের পথ দেখাতে ওরাই তখন যায় এগিয়ে
খুজতে যদি যায় সিন্ডিকেটের হাতে ওরা রক্ষা নাহি পায়।

জীবন বাজি রেখে ওরা সত্য তুলে আনে,
সবার মনের খবরা খবর তারা কিন্তু জানি।

---------------------------------
     রচনাকাল- ৩০/০১/২০১৮
      হাতীবান্ধা, লালমনিরহাট