শুক তারাটা আসলো নেমে
আকাশটাকে ছেড়ে
আমার কোলে উঠেই বলে
থাকবো তোমার ঘরে।
ঐ আকাশে বাস ছিল তার
শান্তি সুখের মাঝে
তারে পেয়ে ভাবছি এখন
করব আমি কি যে।
স্বর্ণ যুগে নয় এখন
মোদের বসবাস।
হেথায় এখন মানুষ চলে
শুধু লেবাস ধরে।
এই যুগে মা কষ্ট শুধু
নেই নবীজির শাসন।
লেবাসধারি মানুষরা আজ
গেরেছে যে আসন।
তাই বলি শোন শুকতারা মা
রাখব বুকের মাঝে।
চুপটি করে থেকো তুমি
কেউ, পায় না যেন খুজে।
হারিযে যদি যাও মা তুমি
থাকবো কেমম করে।
যাবেই চলে একদিল তুমি
সকল বাঁধন ছিড়ে।
হারিয়ে তখন যাব আমি
বেহেস্তিদের ভিরে
ফাঁটিয়ে গলা কাঁদলেও তুমি
আমি আসবো না আর ফিরে।

-------------------------------------
৩ রজব ১৪২৯ হিজরি
৮ চৈত্র ১৪২৪ বাংলা
২২ মার্চ ২০১৮ খ্রিঃ
বৃহস্পতিবার, বেলা- ১১ এ.এম