-----------------------------------
আদিষ্ট জিব্রাইল পয়গাম নিয়ে
আসিল মুহাম্মদের সামনে,
সাক্ষাতের জন্য আমন্ত্রণ করেছেন
হে মুহাম্মদ শুধু আপনাকে।
এনে জমজম কুপেরও পানি
সহসা ওযু করে নেন তিনি,
আরোহীত হযে বোরাকের পিষ্টে
যাত্রা যে তার  জেরুযালেমের উদ্দ্যেশে।
ইমামে পয়গাম্বর বাযতুল মোকাদ্দাসে
আদায় করিয়া দু'রাকাত সালাত।
অথপর উরিয়া চলিল বোরাক,
উর্ধ্ব আকাশের দিকে।
আরশে মহল্লায় অধির আগ্রহে,
অপেক্ষমান ছিলেন আল্লাহ য়।
সিদরাতুল মুনতাহায় গিয়ে
জিব্রাইল নিলেন বিদায়।
নূরের পর্দা ভেদে যান দীর্হ পদে,
পৌছালেন মুনাম্বদ আরস মহল্লায়।
আল্লাহ পাকের দরবারে তিনি
চান মানব মুক্তির সনদ।
পথ ভ্রষ্ট পাপী তাপী মানুষের
উকিলে জামিন দার,
পাঁচ ওয়াক্ত নামাজ এনে দিলেন
তার বান্দাকে উপহার।
ধরনীয় বুকে ইহকালেই সবের
মুমিনের মিরাজ সালাতেই হবে।

************************
১৪ এপ্রিল ২০১৮ ইং
১ বৈশাখ ১৪২৫ খ্রি:
২৬ রজব ১৪৩৯ হি:
E-mail:-sumonnewsbd@gmail.com
মোবা-01712-413891