************************
শব্দ দূষনে জীব কুল পেরেশান
পেরেশান কোলের শিশু।
আইন করেও বন্ধ করা হয়নি
ভু-ভা পেঁপু আর যে গাড়ির ভেপু।
শহর বন্দর গ্রাম গঞ্জ পাড়া গায়
ছড়িয়ে পরেছে শব্দের জীবাণু।
কল কারখানায় বিকট শব্দতেও
যায় নাতো কারো কোন কিছু।
রাস্তা ঘাটে বাস ট্রাক টেম্পু যে
শব্দ দূষনে ছাড়ছে না মানুষের পিছু।
হয়তো এভাবে কোন একদিন সকলে
বধির হইবো পরিয়া শব্দ দূষনে।
প্রতিবন্ধীতা অভিশাপ রুপে
নেমে আসবে আমাদের জীবনে।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
০৯/০৪/২০১৮