শীত এলোরে শীত এলোরে,
সাদা চাদর পরে-
হিমালয়ের পাদদেশে,
বাংলা মায়ের ঘরে।
কাপছে ওভাই সেভেন সিস্টার,
কাঁপছে ভারত মাতা-
ঠান্ডাতে আজ পল্লী গাঁয়ে,
ঘটছে রে ভাই যাতা।
পৌষ প্লাবনে পল্লী গ্রামে,
বসছে সখের মেলা-
সেথায় ওভাই চলছে দেখো
নানান জাতের খেলা।
চলছে আর জাড়ি সারি-
যাত্রা গানের পালা।