"""""""""""""""""""""""""""""""""
(প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিন উপলক্ষ্য তারই স্বরনে লেখা আমার এই ছোট কবিতা )
আসানসোলের চুরুলিয়া গ্রামে
চব্বিশে মে আটার'শ নিরানব্বই সালে
জন্ম যে তোমার গরিবের ঘরেতে
শৈশবেই পিতা মাতা হারালে।
নজরুল তুমি যে লেখনির প্রেরণা
সকল অন্যায়ের প্রতিবাদী কন্ঠ,
বিদ্রোহ তোমার জীবনা বাসন ছিল
লেখনি তোমার আজও তাই অম্লান।
অন্যায় অবিচারে তুমি ছিলে কঠর
লেখনিতে করেছ বজ্রাঘাত,
প্রেম ভাল বাসায় তুলনা হীন তুমি
পড়েছো যে একেবারে নুয়ে।
জন্ম তোমারি স্বার্থক হে কবি
দিয়েছো পথের দিশা,
শোষন জুলুম নির্যাতনে তুমি যে
লেখনিকে করেছিলে পেশা।
সমৃদ্ধ করেছো বাংলা সাহিত্যকে
করে দিয়েছো বিশ্বে আসন,
সে কারনেই আমাদের সাহিত্য র্চ্চায়
ডুবে আছে সকলের মন।
স্বার্থক জন্ম জনমছি আমি
বাংলা মায়ের কোলে
স্বার্থক আমার সাহিত্য র্চ্চা
তোমায় কবি অনুস্বরন করে।
-------------------------
২৩ মে ২০১৮/ ৯ জ্যৈষ্ঠ ১৪২৫
৬ রমজান ১৪৪০, বুধবার
নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-01712-413891