চোর পুলিশে চলছে খেলা করছে বাড়া বাড়ি,
বুঝছে নাতো যাচ্ছে সরে ওদের পায়ের নীচের মাটি।
ভাবছে ওরা ক্ষমতাটা থাকবে সারা কাল,
এই ভাবেতে যাবে চলে তাদের জীবন সাল।


দেশ দশেরই মাথাটা আজ খাইছে দেখ কারা,
স্বার্থে দেখ সবাই এখন  ব্যস্ত আছে ওরা,
আমলা নেতা আজকে সবাই এক যে হয়েছে;
দুর্নীতি আর অনিয়মটা দেখবে বল কে।

দেশের দশের সম্পদ আজি করে আত্মসাৎ,
ভাবে ওরা পাবেই বুঝি জনগনের সাথ।
এ ভাবে আর চলবে ওরে আর যে কত দিন,
কবে যে ভাই ভাঙ্গবে ওরে জনগনর নিন।

ভালোর ভালো বলবে সবাই মন্দের ভাল নয়,
আজকের দিনের চোর ডাকু কি, ডাকু নিজাম হয়।
র্যাব পুলিশ আর কোবরা চিতা, যতই ওদের দেন ক্ষমতা;
পারবে কি আর সেদিন তারা  তোদের বাঁচাতে।
======================
রচনাকালঃ - ২৫/০১/২০১৮
          থানা রোড, হাতীবান্ধা,