এই সেই চোখ, যার দিকে তাকিয়ে আমার-কেটেছে অনেক বেলা,
স্বপ্নের প্রাসাদ গড়েছি আমি
কত রজনীতে যে, ঢেউয়ের সাগরে ভাসিয়ে দিয়ে ভেলা।
উত্তাল তরঙ্গ ঢেউ বুকে করে খেলা, তারই প্রেমে অন্ধ হয়ে আমি খনিকের মায়া জালে পড়ে-
কেঁদে কেঁদে কাটিয়েছি অনেক বেলা।
তবু আজ বসে আছি সেই চোখ পানে
কবে সে যে আসবে কাছে-
বলবে কথা সংগোপনে শুধু -
আমারি কানে কানে।