"""""""""""""""""""""""""""""""""
কৃপণতা নয় মানুষের গুন
নয়তো খোদার জন্য,
উদারতাই জানি মানবিয় গুনাবলী
যুুগে যুগে করেছে ধন্য।
কৃপণতার মাঝে নেই কোন সুখ
মানুষকে করে তোলে নগন্য,
ভোগে সুখ নেই ত্যাগেই তো সুখ
জীবন হয় যে অনন্য।
সুখ সুখ করে দুঃখ আনো ডেকে
থাকেনা তো কোন সাম্য,
সকলের তরে সকলি আমরা
হওয়া উচিত সকলের কাম্য।
স্বার্থান্ধ মানুষিক রোগী কভু,
করে নাতো কারো উপকার।
নিজের স্বার্থে কর্মে রয় ব্রত
উপকারে কার হয়না সে রত।
কৃপণ মানুষই স্বার্থান্ধ হবে
ইহা নহে কার অভিলাস
সকলেই আমরা এই অবনির
হয়ে এসেছি পরবাস।
---------------------------
১৩ এপ্রিল ২০১৮