সাহসী মানুষ হও

        -এস এম আলতাফ হোসাইন সুমন

সময় এসেছে আবার সময়ের সাহসী মানুষ  হওয়ার,
নয়তো দেশ ও সমাজটা যাবে রসাতলে।
ধরে তুলতে হবে কেউ বিজয়ের ওই ঝান্ডাটা-
সকল অন্যায় অবিচারের প্রতিবাদের ধর হাল।
এখনই সময় জাতিয় ঐক্য গরে শপথ নেয়ার,
হাতে হাত রেখে কাঁদ মিলিয়ে দাঁডাবার।
সামনে নেমে আসছে যে অমানিশার আধার-
আদায় করে নিতে হবে সকলের অধিকার।
বাঁধা বিপত্তি আর বন্ধুরতার মুখো মুখি দাঁড়িয়ে,
করে যেতে হবে আমাদের প্রতিরোধ প্রতিবাদ।
নয়তো আবারও হারাতে হবে সকলের সর্বস্ব -
মুচে যাবে এ জাতির পরিচয় জাতিয়তার।
সময়ের সাহসী একজন মানুষ আবার কবে হবে,
যে দেশ ও দশের প্রয়োজনে শুধু লড়ে যাবে।
দু'শত বছরের ইতিহাস ভুলে গেলে কি হয়-
যেথায় ডুবেছিল সূর্য্য সেখানেই হয়েছিল উদয়।
পলাশীর ওই আম্রকাননের প্রতিটি বৃক্ষরাজি-
জাতির লজ্জাজনক পরাজয়ের জীবন্ত স্বাক্ষী।
ভোলা কি যায় মীর জাফরের জন্ম ছিল এই বাংলায়,
যে নাকি রচনাকার ছিলেন বাংলার কালো অধ্যায়।
সু-দীর্ঘ দু'শ বছর পড়ে কোটি মানুষের ভিরে
কমল মনের বজ্র কঠিন একজন সাহসী মানুষ এসে পড়ে।
শত্রু পক্ষের রক্ত চক্ষু তাকে সেদিন দমাতে নাহি পারে,
নেতৃত্বে সেদিন তার সকলে এনেছিল স্বাধীনতা  বাংনার।
এখন আবারও একজন সাহসী মানুষ দরকার,
হয় সময়ের সাহসী মানুষ হও নয়তো মরে যাও
---------------------------
২৭ এপ্রিল ২০১৮' ১৪ বৈশাখ-১৪২৫
১০ শাবান ১৪৩৯' রোজ-শুক্রবার
নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-+8801712-413891