"""""""""""""""""""""""""""""""""
মাগো, তোমার তরে যারা সেদিন
অস্ত্র নিলো হাতে,
তোমার দুঃখেই কাঁদলো সেদিন
অস্ত্র ঝুলিয়ে কাঁধে
চরণ তোমার ছুঁয়ে সেদিন
শপথ নিলো সবাই,
মরব না হয় মারব ওদের
ফিরবো বিজয় বেশে।
মাগো, সেদিন থেকে প্রাণ যে গেল
মরল লাখে লাখে,
শহিদ হলো তোমার তরে
ফিরলো নাতো ঘড়ে।
স্বাধীন করে বিজয় এনে
বীরের বেশে ফিরলো শেষে।
স্বাধীন জাতীর পরিচয় মা
আনলো তারা কেড়ে।
শহিদ যারা তাদের আজও
করছি স্মরণ দেখো,
অশ্রু সজল নয়নে মা
পুষ্প দানে পদে।
মাগো, সেদিন যারা করতে স্বাধীন
অস্ত্র নিয়েছিল তুলে
এদেশ তাদের ভূলবে না মা
সকল জাতি ভেদে।
হাজার যুগের আরাধ তুমি
শত যুগে আশা।
তোমার বুকে বাধবো মোরা
ছোট সুখের বাসা।
তোমার মুখের একটু হাসি
মিষ্টি মধুর লাগে
তোমায় পেলে ফেলতে পারি
রাজ মুকুট মা জলে।
তুমি জাতির মাথার মুকুট
বেঁচে থাকার আশা।
তাইতো সেদিন যুদ্ধ হলো
আনতে স্বাধীনতা।
--------------------------
রচনাকাল-২১/০১/২০০১