সাদা চাদর পড়ে,
ঘুরছে সবার দারে,
বোঝে না সে ধনী গরিব,
পড়ছে সবার গায়ে।
পৌষের শীতে পড়শী কাঁপে,
কাঁপে দুধের শিশু।
বৃদ্ধ কাঁপে ঠোঁট কাপিয়ে,
যুবক কাঁপে কিছু।
মাঘের শীতে বাঘ যে কাঁদে,
কাঁদে বনের পশু।
গরীব দুঃখী টোকাই কাঁপে-
নেই যে তাদের কিছু।
এই শীতে তাই ধরবে ওদের,
রোগ জীবাণু পিছু।
রবি মামার নেই যে দেখা,
দিন সাতেকের মত।
পল্লী গাঁয়ের মানুষ ওরে,
কাঁদবে আরোও কত।
পৌষের পিঠা বেজায় মিঠা,
গাঁয়ের বধূর হাতের-
দুধ ভিজানো ভাপা পুলি -
কিংবা ভাজা তেলের।