""""""""""""""""""""""""""""""""""""
বৈশাখ আর জ্যৈষ্ঠ মিলে
দু'মাস ধরে গ্রীষ্ম চলে।
শুষ্কতা আর ধুলো বালি
কষ্ট যে তাই পায় সকলি।
আষাঢ় শ্রাবণে বর্ষা নামে
বৃষ্টি ঝড়ে রিম ঝিমিয়ে
বিদ্যুৎ পড়ে চমক দিয়ে
আকাশ যেন পরে ভেঙ্গে।
ভাদ্র আর আশ্বিন মাসে
জলে ভিজে শরৎ আসে।
বাতাস বহে শোন শোনিয়ে
ফুল ফুটেছে ঐ কাশবনে।
হেমন্ত রাজ কাজ যে বাড়ায়
কৃষক মুজুর ক্ষেত পানে যায়।
কার্তিক মাস আর অগ্রহায়ণে
মাঠ হাসে তাই পাঁকা ধানে।
পৌষ আর মাঘের শীতের সাঁঝে
পিঠা পুলির ধুম যে লাগে।
গরীব দুঃখী কাঁপছে শীতে
শিশির ভেজা ভোরের রাতে।
ফাল্গুল চৈত্রের বসন্ততে
আগুন লাগে পথে ঘাটে।
প্রকৃতি সাজে নতুন রুপে
ফুল পাখিদের কলরবে।
এমনি করে ঘুরে ঘুরে,
বাংলা মায়ের বুকটি জুড়ে,
ছয়টি ঋতু আসে ফিরে।
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
৪ চৈত্র ১৪২৪ বাং
১৮ মার্চ ২০১৮ইং
রাত-১১.৩০ মিঃ