""""''''''''''''''''"""""''''''''''''''''''"""""""""""
রাত্রি জেগে যায় যে লিখে
আমার নিত্য দিনের কাজ,
চারিদিকে যে সব ঘটনা
ঘটছেরে ভাই আজ।

দিন সকালে যায় যে ছুটে
ঘটছে যেথায় যাহা,
তুলে এনেই লিখছে রাতে
ছাপছে পরের দিনই তাহা।

দিনের বেলায় ছুটে চলা
নেইতো রাতে ঘুম,
বস্তুনিষ্ঠ,  সত্য খোজাই
আজ পড়েছে ধুম।

রাত জাগা এক পাখির মতো
ছুটছি সকাল সাঁজে,
দেশের মাতৃকা ও দশের তরে
জীবন বাজি রাখা।
-----------------------------------
২১ মে ২০১৮, / ৭ জ্যৈষ্ঠ ১৪২৫
৪ রমজান ১৪৪০, সোমবার /নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-01712-413891