নয়ন সোৎসাহে,
তোমার পানে চাহে;
চাহন নাহি ছাড়ে,
মোর যে মন কারে;
                              হই গো আনমনা
কখন বার বার,
প্রেমের কারবার,
উথালী হয়ে উঠে;
বলনা মূখ ফুটে;
                            মন সহে যাতন।
সখি হো বলি আজ
সাজো গো সেই সাজ,
এসেছি নিতে তোরে;
আমার প্রিয়া করে
                           থেকোনা দূরে গিয়া।
নিরবে থাকি থাকি
পরখ কর নাকি?
শুধুই যে তোমার,
অপেক্ষা কিসে আর?
                             সহে না মোর হিয়া।
তোমায় ভালবাসি
শোন মোর প্রিয়সী,
কি করে দূরে গিয়া;
থাকি গো কাঁদে হিয়া,
                             কেমনে বলি মুখে।
বাড়িয়ে দাও হাত,
তোমারি এক সাথ;
প্রনয়েতে মজিয়া,
বাধি হিয়াতে হিয়া;
                           আমরা চির সুখে।
তোমায় শুধু পেতে,
                            আসিব, ডাক নিতে।

======================
রচনাকাল-১৭ এপ্রিল ১৯৮৯ ইং
               ভাটীকয়া, পাবনা