যদি গো হয় বরাত দেখি প্রিয় মুখ,
তোমার প্রানের মাঝে খুজে পাই সুখ;
তবু ভাবি সুখি মনে ওগো সেকি তুমি,
যার হৃদয় ছাঁয়াতে মিশিয়াছি আমি।

স্বপ্ন দেখার মত দেখছি যেন তোমায়,
রূপক সাহিত্য যেন কবিতার পাতায়;
জেগে উঠে দেখি একি সবি যে ভুল,
একটিও নেয়নি যত বিলিয়েছি ফুল।

ব্যথিত হৃদয়ে আজি আমি আর কত,
নিষ্ঠুর যেমনি তুমি আমি তার মত;
অকাতরে বিলাবো যে হৃদয়ের ঘ্রাণ,
ব্যথা নহে সুখ চাহে আমার এই প্রান।

তুমি কি পরবে দিতে অকাতরে মোরে?
হৃদয় যেমনি চাহে তুমি তেমনি করে;
আাজও আমি পথ চেয়ে বসে আছি হেথা।
তুমি তো আসবে ফিরে সারাতে মোর ব্যথা।

আজও আমি বেচে আছি তোমারি পথ চেয়ে,
শত জ্বালা ব্যথা ঘৃনা অবহেলা নিয়ে;
আজও আমি স্বপ্নেতে দেখি প্রিয়ার মুখ,
তুমি মোর আশা যেন তুমিই মোর সুখ।


======================
রচনাকাল-৭ জানুয়ারী ১৯৯৯ইং
            কমার্স কলেজ, পাবনা।