"""""""""""""""""""""""""""""""""""
মনুষ্যত্ব তাহার মাঝে থাকবে বিরাজমান,
বিদ্যা বুদ্ধি বিবেক জ্ঞানে পুর্ণ যাহার মন।
জ্ঞানীর কদর বিশ্ব ভূমে বলে সর্বলোকে,
বিদ্যা বুদ্ধিতে পুর্ণ  মানুষ কোথাও নাহি ঠকে।

বিদ্যার মাঝেই জ্ঞানের যে বাস বিবেক উঠে জেগে,
বুদ্ধি দিয়েই জীবন গড়ার রাস্তা সবাই খোজে।
একের সাথে অপরে হেথায় জড়িয়ে যেমন রয়,
পাঁচে মিলেই হয় যে পুর্ণ মানুষ তাকেই কয়।

বিদ্যা বুদ্ধি জ্ঞান আর বিবেক একই সত্তার নাম,
এদের অভাব থাকলে মানুষের নেইতো কোন দাম।

************************
২৫ মে ২০১৮ খ্রিঃ / ১১ জ্যৈষ্ঠ ১৪৪০ বাং, ৮ রমজান ১৪৩৯ হিঃ শুক্রবার
নিজ বাসভবন
মোবা-০১৭১২-৪১৩৮৯১