************************
গরীব বলে তুমি করছো অবহেলা
তাহার কৃপাতে তুমি খাও দু'বেলা।
গরীবের দুঃখে যে দুঃখী কত জন
গরীবের তরে দেখ কত আয়োজন।
গরীবকে নিয়ে দেখ কত যে কাঁন্না
ধান্দায় কত জন যে ঘোরে হয়ে হন্না।
গরীবের কথা হেথা কত জন ভাবে
কত জন করে তাদের দুঃখ মোচন।
গরীব আছে বলেই নেতাগণ বাঁচে
আরোও যে বাঁচে কত শত জন।
ধনে গরীব যে গরীবতো নয় সে
মনে গরীব যে গরীবই হয় সে।
সেই দানে সদা দেখ দুঃখেরি ভাষন
গরীবকে পুঁজি করে কষে দর কষন।
গরীব বলে যারে তুমি করছো যে ঘৃনা
তার মাঝে লুকায়িত দেখ কত যন্ত্রনা।
গরীবের তরে যে জন কিছু করে
সেইতো হয় সমাজের সূধীজন।
======================
৩০ মার্চ ২০১৮
১৬ চৈত্র ১৪২৪