"""""""""""""""""""""""""""""""""""
শ্রাবণের ঢলে বক্ষ্য যে তোর
ফুলিয়া ফাফিয়া উঠে,
কারে কখন তোর বুকে দিবি ঠাই
কভু নাহি কেহ বোঝে।

কত যে মায়ের বুক খালি করে
নিলি তুই বক্ষে লুকায়ে,
তাইতো মা কাঁন্নার জলে ভেজে
বুকের ধনরে খুঁজে।

একাকি হইয়া কত জন ঘোরে
তোর বুকে তাঁর বিচরন,
সারাটি জীবন মিটিয়েছ শুধু
আদমের প্রয়োজন।

সাত কোটি বাঙালির আহার যোগালে
উপবাস রাখিয়া তব মন,
অকৃতজ্ঞ বাঙালি বুঝিল না তোর
ডেজিং প্রয়োজন।

জন্ম থেকেই বহিয়া  চলেছ
ডেকে যে কল কল,
ক্রোধে ভেঙ্গে যাও করিতে সমান
তাই কি আপন কুল।

যমুনাতে মিলে ক্রোধ দিলে ডেলে
ভাংঙ্গিলি বসত ভিটা,
তার সাথে মোর প্রিয়ারে নিলি কেড়ে
ভেঙ্গে দিলি মোর বুকটা।

শোন বলি পদ্মা শোন দিয়া মন
তুইতো রহিবি আজীবন,
তুমি রবে সদা থাকিব না আমি
থাকিবেনা এ গানের বুলবুল।

পাষানি গঙ্গারে তুই, পদ্মা নাম নিয়ে
নেমে এলিযে বাংলায়,
সব হারিয়ে কাঁদে দু'কুলের মানুষ
  মাঝিরা বসে কাঁদে নায়।

চলবে---