*************************
ওহে বুলবুল পথ হারিয়ে পথিক
আপন জনদের খোঁজে।
বুঝে গেছি আমি তোর কারিশমা
ঘুরে ফিরে আশে বারে বারে,
এখনও কাঁদেরে তোর তরে অনেকে
আপনরে খোজে চর থেকে চরে।
তুমিতো পদ্মা নাকি যমুনা বহমান-
খড় স্রোতা তিস্তার মাতা ধন ?
ভাঙ্গনে সমান অপরাধী সবাই
পার্থক্য করেনা মন।
তোমার তরে হারায়াছি প্রিয়ারে
ভুলিতে পারিনি আজোও,
সব হারিয়ে একাকীত্ব জীবনের
কি তুমি বল বোঝ?
বহু কোশ দূরে বহু দেশ ঘুরে
পেয়েছো কি মিলনের মোহনা,
শত আশা ভেঙ্গে যাও কোন খানে
কোন সে সুদূর আজানা।
স্রোত দিবা নিশি কাঁদে কোন পিসি
কোন সে পাহাড় যা অজানা,
নারীসম নদী বহে নিরবধি
বোঝে কি নরের মন ?
মাঝি ও মাল্লা হঠাৎ করে উঠে হল্লা
ভাসে রমনীর কেশ,
ভাঙ্গন বিরহে কাঁদে ক্ষনে ক্ষনে
কান্নার নেইতো শেষ।
কেউ কি জানে তোর কোলে ঘুমিয়ে
আছে যে কতজন,
ঘুরে ফিরে আশি দেখিতে প্রিয়ারে
মানে নাতো মোর মন।
এখনও তোর ঘাটে আশে নববধূ
নুপুর পায়ে হাটে,
জল ভরে নেয় কাংকের কলসে
যায় গৃহ পানে ছুটে।
চলবে---