*************************
শোন হে পদ্মা তোমার বক্ষের
পূর্ব কুলে মোর বাস,
কারিয়া নিয়াছিলি বসত ভিটা
তবু নাহি কিছু বলি।
প্রিয়সখারে মোর নিয়েছিস কেড়ে
সে কথা কেমনে ভুলি,
উজার করিয়া দিব তোর জলে
আমার অশ্রুগুলি।
হিমালয় থেকে নেমে একে বেকে
চলিছ সাগর পানে,
জানি লোনার স্বাদ টুকু নিতে
বয়ে যাও আনমনে।
আমার আঁখিজল লাগিবে না প্রিয়
তার চেয়ে বেশী লোনা,
পদ্মারে তোর টলমলে জল বহে
হয়কি তোর প্রয়োজন।
দু'কুলের জমি উর্বর করে সদা
অপরকে দিয়েছো ধন,
আমার নয়নের দু'ফোটা অশ্রুতে
কিবা আশে যায় তোর।
বহু যুগ ধরে ছুটিয়া চলিছো
খেলিয়া ভাঙ্গা গড়ার,
কত যে আদমের ভাগ্যে ভাঙ্গিয়া
তারিয়েছো বহু দুরে।
কলকল ধ্বনিতে ওগো গর্বিতা
বহিয়া চলেছো নিজ পথে,
কখনও ভাঙ্গিয়া নিয়াছো যে তুমি
বহু মানুষেরে প্রবল ঢলের স্রোতে।
তোর বুকে যারা বাধিয়াচিল ঘর
জেগে উঠা কোন এক চরে,
তাদেরকে তুই দিলি নাতো ঠাই
নিয়ে গেলি উজার করে।
সেখানে আমি পথ হারা পথিক
চলেছি নবাগত পথে,
চলবে---