************************
প্রেমিক আমি প্রেমের তরে
করতে পারি সবি,
মরতে পারি হাসি মুখে
পরতে পারি ফাঁসী।

প্রেমিক আমি প্রিয়ার প্রেমে
অন্ধ দু'টি চোখ,
দেখছি নাতো কিছুই শুধু
দেখি প্রিয়ার মুখ।

গগন বুকে হাসছে যেমন
চন্দ্র তারা রবি
তেমনি ভাবে বুকের মাঝে
আছো শুধু তুমি।

তুমি আশা ভালোবাসা
আমার ভুবন ব্যাপী,
তোমায় পেলে ছাড়তে পারি
বিশ্ব ভূবন সবি।

তোমার ছবি চোখের তারায়
ভাসছে সারাক্ষণ,
তোমায় ছাড়া বুকের আগুন
জ্বলছে নিরন্তর ।

তোমায় যখন সামনে দেখি
হাসছো মধূর হাসি,
তখন ভাবি সবার চেয়ে
আমিই বুঝি সুখি।

চাইলে তুমি আনতে পারি
চন্দ্র তারা পেড়ে,
ফেলতে পারি বিশ্ব ভূবন
তোমার পদ তলে।

মলিন মুখে তাকাও যখন
করুন দু'টি নিরে,
মনে হয় আমার ভূবন ফেলেছে
আজ অন্ধকারে ঘিরে।

প্রেমিক আমি তোমার প্রেমে
দেখছি না যে কিছু
থাকতে জীবন তোমার আমি
ছাড়বো নাতো পিছু।

তোমার প্রেমে অন্ধ হয়ে
পাগল বেশে ঘুরি,
শেষাবধি চাইবো তোমায়
যদিও হও বুড়ি।

প্রেমিক আমি প্রেমের তরে
করতে পারি সবি,
তাই তো তোমায় না পেয়ে
আজ হলাম আমি কবি।

""""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-২০/০৩/২০০১ ইং