তুলে দুটি হাত করি মোনাজাত,
ওগো মোর অন্ত যামি।
আমি গোনাগার বান্দা যে তোর,
মুছে দাও প্রভু মোর সব গ্লানি।
ধরি মোনাজাত করি ফরিযাদ,
দরবারে যে তোর প্রভু;
ইহজগতে তুমি ছাড়া যেন-
মাথা নত না করি, কারো কাছে কভু।
মনে গভীরে যতো দুঃখ যাতনা,
দুর করে দাও মোর, মনেরি কালিমা
ওগো মোর অন্তযামী,
ফিরিয়ে দিওনা প্রভু আমারে তুমি।
তুমি রহমান, তুমি যে রহিম,
করুনা যে তোর চাই শুধু আমি;
ফিরিয়ে দিওনা মোরে, মৃত্যুকালে -নচিব করিও কালেমা খানা মোরে।
সত্য যেন বলি, সৎ পথে চলি,
এই শুধু মোর কামনা,
তুলে দুটি হাত করি মোনাজাত,
কবুল কর প্রভু আমারি প্রার্থনা।
======================
রচনাকাল-০৩ মাঘ ১৪২৪ বাং
১৬ জানুয়ারী ২০১৮ ইং