প্রিয়া আমার আজকে আমি
করবো অভিসার,
বহু দিন পরে পেলাম ছুটি,
আজ যে শুক্রবার।
এক এক করে দিন গুনেছি
হয়নি তবু ছুটি,
ব্যর্থ  কাঁদন বুকের ভিতর
পরতো বৃথাই লুটি।
চোখ দুটি মোর উঠতো ঢলে
থাকলে নিরালায়,
অবশেষে পেলাম ছুটি
সময়তো না যায়।
মুক্ত হাওযায় ভাসছে হৃদয়
মোর প্রিয়ারে কাছে পেতে
মন ছুটে যায় তাহার পানে,
বাঁধ ভেঙ্গেছে আজকে প্রাণে।
কলম শুধু লিখছে কি সব
রুদ্ধ কবিতায়,
অনেক দিনের অনেক কথা-
হৃদয়ে মোর জাগায় ব্যথা,
প্রাণ খুলে সব বলবো যে সব
মোর প্রিয়তম।
কানের কাছে মুখটি নিয়ে,
ফিস ফিসিয়ে গান শুনিয়ে,
কথার তানে রাত কাটাবো-
রাত্রি করবো ভোর।
ক'দিন পরে ফেরার সময়,
মনিল মুখে আঁখি জলে,
বলবে প্রিয়া বিদায় কালে,
আবার তুমি আসবে কবে,
কাঁটাতে মোর ঘোড়।
বলব আমি আসবো ফিরে,
ছুটির অবসরে।

"""""""""""""""""""""""""""""""
রচনাকাল-২৪ এপ্রিল ২০০৯
             বদরগঞ্জ, রংপুর।