ভাল লাগা ভালবাসা এক কথা নয়,
দুইটি মনের একত্রতাই ভালবাসা হয়।
আমার হৃদয় জুড়ে শুধু ছিলে তুমি,
তোমারি বুকেতে সেদিন শুধু ছিলাম আমি।
সুখে দুঃখে পাশে রবে সারাটা জীবন,
কথা ছিল ছিরবেনা আমাদের বাঁধন;
তবে কেন আজ তুমি চলে গেলে দুরে,
কেনই বা ভুলে গেলে সেই দিন টারে।
চলে যদি যাবে তুমি, এসেছিলে কেন,
তবে কি ভুল করে বেসেছিলে ভালো;
বলে ছিলে আমি তোর দু'চোখের আলো,
দোয়া করি সুখি হও সদা থাকো ভাল;
কি দোসে করলে তুমি অপরাধী মোরে,
কেনই বা চলে গেলে আজ বহু দুরে;
মরে যাবে বলে ছিলে না পেলে মোরে,
সুখে আছো আজ তুমি অন্যের ঘরে।
আজ আমি বুঝে গেছি সব কিছু হায়,
মেয়েদের ভালোবাসাযুক্ত শুধু অভিনয়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
রচনাকাল- ২৮ মার্চ ১৯৯৮
কমার্স কলেজ, পাবনা