~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমরা চলেছি নতুন পথে
যাত্রীরা হুশিয়ার,
বন্ধুর পথ পাড়ি দিতে হবে
কোন বাধাই মানিব না আর।
চারিদিকে আজ চলছে অন্যায়,
ন্যায় নীতি আর কোথায় অধিকার;
কে করবে প্রতিবাদ আছে কার হিম্মত
ন্যায়ের পথে চলবি যদি আয়।
ভীরুদের মেলায় পুরুষ খুজিতে
নতুন যাত্রা করি সবে আয়,
করিসনে হেলা যায় চলে যায় বেলা,
সময়তো ফুরায়ে যায়।
মাথা উচু করে কে বাঁচবি ওরে
রন সজ্জায় সেজে বারে বারে
আনতে ছিনিয়ে নতুন সকাল
চল সবে ওরে, তাড়াতাড়ি চল।
সাঙ্গ করতে চল সকল অন্যায় খেলা
আয় তোরা যাবি কেরে, আধাঁর ঘোচাতে ওরে
একতা আর সততাই আমাদের বল
ন্যায়ের পতাকাধারী তরুনের দল।
ছাড়িয়া মোহের মেলা সামনেতে পা চালা,
যতো জড়া জিন্নতা দুর করে মৌনতা
ভেঙ্গে করি চুড়মার অন্যায় অবিচার
শেষতো হয়নি আজও ন্যায় সংহার।
চারিদিকে চলছে শুধু হাহা কার
ন্যায়ের পথ আজ ধূলিতে আধার
যেন শিশু মানবতা শুনছে না কোন কথা,
কে করবে এর প্রতিকার।
এখনও কি থাকবি বসে হয়ে নির্বিকার,
ভয় ভীতি সব ভুলে চল্ চল্ চল্ সবে
শহীদের কথা জাতি কভু নাহি ভোলে
সব কিছু ফেলে চল আনিতে নতুন সকাল।
আগামী প্রজন্মকে চালাতে ন্যায়ের পথে
নতুনের এই টানে চল সবাই অভিযানে।
*************************
রচনাকাল-১৫/০২/২০১