--------------------------------------
অভাব নামের পশুদের দল
আসলো হঠাৎ তেড়ে,
নিরখানা মোর গুড়িয়ে দিয়ে
বসলো তারা গেড়ে।
অভাব অনটন আজকেতো তাই
নিত্যকার হলো সাথী,
কোলের শিশুকে বোঝাতে বলি
আনবো কিনে হাতি।
অভাব নামের পশু গুলোরে
তারাতে যায় ঘামি
বুকের ভিতর কত যে ব্যথা
জানেন অর্ন্তযামী।
এক বেলা খাই আরেক বেলার
জুটে নারে ভাত,
দুঃখ কষ্ঠে গরীবদের জীবন
যায় কেটে দিন রাত।
ক্ষুধার জালায় গরীব দুঃখি
খায় যে তারা কচু,
মানব জীবন বিষিয়ে তুলেছে
অভাব নামের সেই পশু।
২৮/০৬/২০১৮