~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যাবে নাকি আমাদের ছোট পাড়া গাঁয়,
যেখানে পদ্মা নদীর জল কলকলিয়ে বয়,
যে গাঁয়ে বর্ষায়, মাঝি তার নৌকায়, ভাটীয়ালি গায়,
যাবে নাকি চলো সেই ছোট পাড়া গাঁয়।
পদ্মার কোল জুড়ে জেগে উঠা বহু চরে,
ফসলের সমারোহে ঘুরে আসি আয়;
ফসলের মাঠে মাঠে মৌ মৌ সুবাসেতে,
এলো মেলো বাতাসে যে শুধু দোল খায়;
যে দিকে তাকাবি ওরে নয়ন জুড়িয়ে যাবে।
যাবে নাকি আমাদের ছোট সেই গাঁয়,
যে খানেতে বনে বনে পাখিদের কল তানে;
চারিদিকে সু-মধুর গান শোনা যায়,
চল যাবে আমাদের ছোট সেই গাঁয়।
বাঁধের দুই ধারে বাবলা গাছের ডালে
সন্ধ্যা নামিলে এসে পাখিরা ঘুমায়,
দুর বহু দুর থেকে শিয়ালেরা ডাক হাকে,
গ্রামের কুকুর গুলো ধাওয়া করে যায়।
যাবে নাকি আমাদের ছোট সেই গাঁয়, যেখানে জোঁনাকি পোকা আলো দেয় থোকা থোকা;
আকাশের তারাগুলো মিটি মিটি চায়-
ঝিঝি পোকার ডাকে, সারা রাত রব জেগে,
ভোর বেলা মোরগের ডাক শোনা যায়;
গোয়ালেরা গাভী গুলোর দুধ যে দোহায়,
যাবে চল আামাদের ছোট সেই গাঁয়।
*************************
রচনাকাল-২০/০২/২০১৮
৮ ফাল্গুন-১৪২৪