পবিত্র রমজানের শেষ দশকের বে-জোর রজনীই কদরের রাত,
হাজার রাতের চেয়েও উত্তম এ রাতই প্রান খুলে কর ইবাদত।
রহমত গিয়ে বরকত পেরিয়ে এলো যে মাগফেরাত,
ক্ষমার এ সুযোগ হেলায় হারাওনা হে উম্মতে মুহাম্মদ।
রমজানের ওই শেষ দশকে বে-জোর কোন এক রাতে,
সময় থাকিতে কদর রাতি খুজে নেও তুমি তাতে।
না পারিয়া ঘুম অতি উত্তম ইতেকাফে যদি বস,
শেষ দশ দিনের ইবাদতেই হয়তো নাজাত তুমি পাবে।
সাহাবাগণ সকলে ডেকে বলেন নবীরে হে প্রিয় রাসুল-
কি ভাবে ইবাদত করিলে আমরা পাব যে নাজাতের ফুল।
ডেকে বলেন নবী, শোন সাহাবি বার্তা দেও মোর উম্মতে,
নামাজ তেলাওয়াত আরও মোনাজাত কর সবে কদরের রাতে।
মহান প্রভু ওই আল্লাহ নেমে এসে সপ্তম আসমানে,
ডেকে বলিবেন কে আছো ভুখা পাপি গোনাহগার,
তওবা করে যদি ক্ষমা চাও মাফ করে দিব সব গোনা যে তোমার।
৭/০৬/১৮