-----------------------------------
সাতই মার্চের রেসকোর্স ময়দানে,
ঘটে ছিল সেদিন লাখো মানুষের সমাবেশ;
সমবেত ছাত্র, শিক্ষক,কৃষক শ্রমিক জনতা,
ছিল চারিদিকে নিশ্চতদ্ধ পিন পতন নিরবতা।
হঠাৎ জয় বাংলা স্লোগানে সেই নিরবতা ভাঙ্গে,
ধীর পায়ে মঞ্চে উঠলেন সেদিনের সেই মহান নেতা।
অধির আগ্রহের হলো অবসান,
গর্জে উঠে দিলেন এই বাংলার স্বাধীনতার ডাক।
শুনালেন আজন্ম লালিত স্বপ্নের সু-মধুর বানী।
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"
"এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম"
রচিত হলো এক নতুন ইতিহাস।
সমবেত বজ্র কন্ঠে মুখরিত হলো জয় বাংলা স্লোগানে,
ঘরে ঘরে দূর্গো গড়ে তোলার আহ্বানে
সেদিন জেগে উঠেছিল বাংলার মানুষ গ্রাম গন্ঝের সব খানে।
সর্বস্তরের আবাল বৃদ্ধ, বনিতা,স্ত্রী, কন্যা, ও পতিতা,
এক হয়ে রুখে দাঁড়ায়,শত্রুর মোকাবেলায়।
অত:পর নয় মাস রক্তক্ষয়ী সস্বস্ত্র সংগ্রামে,
ত্রিশ লাখ ভাই বোনের বিনিময়ে
জন্ম হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ।
লাল বৃত্তের মাঝে সবুজের বাংলাদেশ,
এমনি ভাবে বাঙালির পূরণ হলো অভিলাষ;
যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান
আমরা ভুলবো না কোন দিন সেই ইতিহাস।
কোথায় হে বাঙালি জাতির পিতা? গর্ব করছি আজও আমরা উঁচু রেখে মাথা,
জানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর সন্তান
তুমিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গের বন্ধু হয়ে তুমি রেখেছো বাংলা ও বাঙালি জাতির মান।
তাইতো তুমি জাতির পিতা বাংলার সবর্শ্রেষ্ঠ সন্তান।
"""""""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-০৬/০৩/১৭